ঢাকাশনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কবিতা- রেড লাইন

যুগের কথা ডেস্ক
জুলাই ৮, ২০২০ ৫:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নির্মল দেব

সদা সতর্ক ক্যান্টমেন্ট,পরিকল্পনার
নীল নকশা হয়ে গেছে,
এখন বাস্তয়বায়ন করতে হবে।
জোরোসরো হয়েছে সংসদ ভবনের সামনে
ক্ষমতাসীন দল, পরিকল্পনার বেরিকোটে
নীল নকশার বাস্তবায়ন করতে।

অতঃপর তারা দাঁড়িয়ে বলল সংসদে মাননীয় স্পিকার,
আমরা উন্নয়ন করতে চাইতে বড় সরো
কিন্তু বিরোধী দল তা মানতে চাইছে না।
আমরা আম জনতার উন্নয়ন করতে চাইছি
বলার পর বিলটা পাস হয়ে গেল ।
কিন্তু বামপন্থী কমরেড বলে উঠলেন আমি মানি না আমি মানি না এই পরিকল্পনা!

উন্নয়নের নামে জঠর ভর্তি ক্ষুধাকে পুঁজি করে তোমরা বিদেশে পাচার করছ সহজ লভ্য শ্রমিক নামের দাস।
পতিতার নামে খুলেছো বেশ্যালয়,
সাদা ভাতের বদলে কিনে নিয়েছ আমাদের সব সুখ।
বোনের নিরাপত্তার বদলে দিয়েছ ধর্ষণ।

শিশু স্বপ্ন দেখার আগেই দিয়েছ তার হাতে আগ্নেয় অস্ত্র, এটম বোম।শিক্ষিত সমাজের সুশীল নামের জানোয়ারদের দিয়ে বানিয়েছ রাস্তার টোকাই করিম, রহিম পরিত্যক্ততা নারী।
স্বপ্নবাজ নব্য তরুণের রাজনীতিকে পুঁজি করে তুমি বানিয়েছ গুণ্ডা বাহিনী,মদ, ড্রাগ,গাজা,
নিকোটিন দিয়েছ বইয়ের বদলে…….

শুনেছি একদিন এক ছাত্রকে বলতে
আমি ৫টা খুন করেছি আমার অধিকার দাও!

তারপর সে পেয়েছে একটা মৃত্যু উপহার।
গোটা শহর আজ নিকোটিনর আধাঁরে চেয়ে গেছে।
নর্তকী পায়ের নুপুর এর আওয়াজ ভেসে আসছে
নিস্তব্ধ অন্ধকারে ভেতর দিয়ে
সরকারী বাস ভবন থেকে।
অথচ সকাল হলেই ভিড় জমে নগরে ভবনের সামনে। হাজারো ক্ষুধার্তের শরীরে কাপড় নেই,
চিবুকে নেই মাংস।

মাননীয় স্পিকার আমি এই উন্নয়ন নামের কর্পারেট দের কালো টাকার পাহাড় গড়া ইশতেহার মানি না বাতিল করলাম বলে শেষ করলেন কমরেড।

অতঃপর আবার একটি রেড লাইনের পরিকল্পনা হলো
ফলাফল এই যে দিনের পর কোন দিন সংসদ ভবনে কমরেড আসতে পারেনি। রাজপথে হলে না কোন স্লোগান।সামরিক বাহিনীর বেয়নট এবং গুলির খোচায় রাজপথ পাকা কোথাও কেউ নেই।
এ-ভাবে ক্ষমতার আগ্রাসনে রঞ্জিত রাজপথ কিছু বলার নেই সবার আজ কণ্ঠ আজ ৫৭ ধারা।

সবুজের বুকে বসে আছে রক্ত পিপাসু শকুন!

রাষ্ট্রীয় পুঁজিপতির কাছে ক্ষমতা গচ্ছিত।
রাষ্ট্র নামক যন্ত্রের আজ বড় অসুখ
সে চিৎকার করতে পারে না।
বলতে পারে না আমি পারব না এই নষ্ট যজ্ঞের আয়োজন করতে কারণ সে নির্বিকার।

বীভৎস রাজনীতির নষ্ট শহরে আজ চারদিকে
রেড লাইন শুধু রেড লাইন।
পুঁজিপতির ব্যক্তিগত নষ্ট যজ্ঞের
সামনে লিখা থাকে রেড লাইন।
এখানে প্রবেশ নিষেধ।
রেড লাইল রেড লাইন রেড লাইন।
এখানে প্রবেশ নিষেধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।