প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব (এপিএস) অধ্যাপক আবদুল হাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রেসিডেন্টের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি গত চারদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।