লাইকি ও টিকটক সেলিব্রেটি অপু ভাইকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। একাধিক অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় উত্তেজিত জনতার গণধোলাইয়ের মুখে পড়তে হয়েছে অপুকে।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালায় পুলিশ। এসময় আটক হয় অপুকে। এছাড়া এজাহারভুক্ত অন্য আসামিদের ধরতেও তৎপরতা চালাচ্ছে পুলিশ।
জানা যায়, অপুকে গ্রেপ্তারের পর জনতার গণধোলাইয়ের মুখে পড়ে সে।
আরও জানা যায়, গত রোববার (২ আগস্ট) মোটরসাইকেল হর্ণ বাজানোকে কেন্দ্র করে উত্তরা ৮ নং সেক্টর এলাকায় দুইজনকে পিটিয়ে আহত করেছে এই লাইকি ও টিকটক সেলিব্রেটি অপু ও তার ফলোয়াররা।
পরে মামলা দায়ের হলে গ্রেপ্তার হয় অপু।
গ্রেপ্তারের নেপথ্যে আরও জানা যায়, রোববার উত্তরা পূর্ব থানাধীন ৮ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।