ঢাকারবিবার , ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ-০৬ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন আনোয়ার হোসেন হেলাল

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৭, ২০২০ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাণীনগর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন হেলাল।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনের উপনির্বাচনে লড়তে মোঃ আনোয়ার হোসেন হেলাল কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।ঐ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি আসনগুলো ৩০ শে আগষ্ট ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নী।পরবর্তীতে নওগাঁ -০৬ সহ ৪টি আসন ঘোষণা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনা কে সভার পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ ঘোষণা দেওয়া হয়েছে।জাতীয় সংসদের পাঁচ শূন্য আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রম চলে ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত।তার মধ্যে নওগাঁ-০৬ আসনে মোট ৩৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং উক্ত ৩৪ জনের মধ্যে থেকে যাচাই-বাছাই অন্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন হেলাল কে আজ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোঃ আনোয়ার হোসেন হেলাল কে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে আত্রাই-রাণীনগরের আওয়ামীলীগের নেতাকর্মী, জনসাধাণ ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সহ মনোনয়ন বোর্ডের সবাই কে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসন নির্বাচনী এলাকার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।