ঢাকাবুধবার , ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছেন বঙ্গবন্ধু

Link Copied!

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শিক কর্মী হতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য জাতির জনক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) নগর আওয়ামী লীগের ৪৩ নম্বর ওয়ার্ড জুড়ে বৃক্ষ চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড ও ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার পদাঙ্ক অনুসরণ করে চলেছেন। আমার জীবদ্দশায় আমি দলের ত্যাগী তৃণমূল নেতাকর্মীদেরকে সামনে এনে দিয়ে যাব। তাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের পরিকল্পনায় ইউনিট কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ওয়ার্ড আওয়ামী লীগকে সমন্বিত করে ইউনিট কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে। এই লক্ষ্যে প্রতিটি ইউনিটে কর্মী সভা আয়োজনের মাধ্যমে সংগঠনের প্রকৃত চিত্র পর্যবেক্ষণ করা হবে।

কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে কোন ব্যক্তিকে পছন্দ বা স্বজনপ্রীতিকে বরদাস্ত করা হবে না। সংগঠনের ক্ষেত্রে কোন ব্যক্তি পছন্দ থাকতে পারে না।
ওয়ার্ড ভিত্তিক অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

এ সময় উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সদস্য বেলাল আহমেদ, খুলশী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আহমেদ, সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক লুৎফুল হকসহ ওয়ার্ড নেতারা বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।