জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি:-
কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করছে কুয়াকাটার মহিপুর থানা পুলিশ। আজ বিকাল আনুমানিক ৫ টায়া স্থানীয়রা কুয়াকাটা সৈকতে ঝাউবাগান স্পটে ভাসমান এই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
অজ্ঞাত যুবকের লাশ সমুদ্র থেকে ভেসে আসতে দেখেন স্থানীয় জেলে মোঃ ফারুক গাজী তিনি জানান, আমরা ট্রলারে কাজ করছি তখন আমাদের এখানে থাকা ছোট বাচ্চা, দৌড়ে এসে আমাদেরকে বলে সাগরে মরা মানুষ উঠছে। তখন আমরা অজ্ঞাত লাশের পাশে যাই গিয়ে দেখতে পাই তার চেহারার কোন আকৃতি নেই, শুধু তার দেহে জড়ানো ছিল কালো রঙের শার্ট, তার পরনে ছিল কালো রঙের শর্ট প্যান্ট, স্থানীয় জেলেরা ধারণা করছেন অজ্ঞাত লাশ ১৫ থেকে ২০ দিন সমুদ্রে ছিল বলে তার চেহারার বর্ন নষ্ট হয়ে গেছে।
এই বিষয়ে সাংবাদিকদের মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্রমকর্তা মনিরুজ্জামন বলেন, আমরা খবর পেয়ে স্থানে গিয়ে ওই যুককের লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিক ধরনায় এ লাশটি জেলেদের হবে বলে ধারনা করা হয়।
জাহিদুল ইসলাম জাহিদ
কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি