মোঃ আব্দুল্লাহ আল হাদী,চট্টগ্রাম বিভাগীয় প্রধান :
চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার পাহাড়ি একটি ছড়া থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ বাইন্যাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ বাইন্যাপাড়া এলাকার পাহাড়ি একটি ছড়া থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।