জয়নাল আবেদীন মহেশখালীঃ-
চকরিয়া উপজেলার মাইজঘোনা স্টেশনের পূর্ব পাশে প্রধান সড়কে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ডাম্পার গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে একজন নিহত, শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের নাম গিয়াস উদ্দিন চৌধুরী ভূট্টো (৪৫)। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ঝাপুয়া গ্রামের বাসিন্দা বর্ষিয়ান বিএনপি নেতা মোক্তার আহমদ চৌধুরীর ছোট পুত্র। তিনি চকরিয়া সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাহার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে এসেছে। তাহার অকাল মৃত্যু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ মেনে নিতে পারছেনা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।