এইচ মনছুর আলম কক্সবাজার জেলা প্রতিনিধি
আজ ৪ই অক্টোবর উখিয়া রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।
তারা হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।
এ ঘটনায় আরো অনেকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে,
নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়ছে বলে জানা গেছে।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুইটি গ্রুপের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। এর আগেও দুই গ্রুপের মধ্যে ছোট-বড় বেশ কয়েকবার ঘটনা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।