এইচ মনছুর আলম টেকনাফ
কক্সবাজার টেকনাফ এলাকায় র্যাব-১৫ সদস্যরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুর রশিদ (২০) ও আলী আহমদের ছেলে মোঃ সাদেক (১৫) । তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল রাতে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের জন্য টেকনাফ পৌর এলাকার আওয়ামীলীগ অফিসের সড়কে অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি শপিং ব্যাগসহ তাদেরকে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগ তল্লাশী চালিয়ে ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক নগদ টাকা ও মুঠোফোনসহ তাদেরকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।