নিজস্ব প্রতিবেদন :
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। শনিবার ঈশ্বরগঞ্জ থানা চত্বরে উপজেলার ৫৮টি মন্দিরের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকার নির্দেশিত নিয়মাবলী পালনের মাধ্যমে এবছর পূজা উদ্যাপনের আহবান জানানো হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ২৬ নির্দেশনার আলোকে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, ঈশ্বরগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রবোধ রঞ্জন সরকার, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।