বগুড়া শাজাহানপুরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং এ যেন অভিভাবক হারা। একটাই শাজাহানপুরে চার ধরনের বিদ্যুৎ ব্যবহার হয়। কোন লাইনে বিদুৎ একেবারে যায় না। আবার কোন লাইনে দিনে ৮ থেকে ১০ বার যাওয়া আসা করে। উপজেলার মধ্যে দুটি ক্যান্টমেন্ট আছে সেখানে বিদুৎ একে বারে যায় না। আবার আরেক টা লাইন আছে সেটা হলো অবদা এই লাইন ও দিনে ২ থেকে ৩ বার যাওয়া আসা করে। পল্লী বিদ্যু নামে আরো দুটি লাইন আছে যাদের দিনে হাজারো অভিযোগ এ যেন অভিভাবক হারা। আবার বেশ কিছু দিন ধরে বিদুৎ তারের উপরে বাঁশ-গাছ কাটার অজুহাত দেখিয়ে সকাল ৯ থেকে বিকাল ৫ টা প্রযন্ত লাইন বন্ধ থাকে। একটু পরে লাইন এলেও আবার লাইন চলে যায় রাতে র মধ্যে কত বার যাওয়া আসা করে তা বলা যাবে না। এ ব্যাপারে জিএম এর সাথে কথা বললে নানা অজুহাত দেয়ে আসছে। আর এভাবে যদি চলতে থাকে ছাত্র-ছাত্রী কৃষক দিনমজুর ও ব্যাবসায়ীরা হাপিয়ে উঠছে। কবে সাধারণ মানুষ ঠিক মত বিদ্যুৎ পাবে তা বলা কঠিন।