মহেশখালী উপজেলার অন্তর্গত কালারমারছড়া ইউপিস্থ উত্তর নলবিলা গ্রামে গত ৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ আফরোজা বেগম এর লাশ স্বামী বাপ্পির বাড়ির উঠোনের গর্তথেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থা ১৭ অক্টোবর রাত ১১ ঘটিকার সময় মহেশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত আফরোজা উপজেলার হোয়ানক ইউনিয়নের পূইছড়া গ্রামের মোঃ ইসহাক এর মেয়ে।
বিগত এক বছর পূর্বে কালামারছড়া ইউনিয়নের উত্তর
নলবিলা গ্রামের হাসান বশিরেরপুত্র বদরখালী কলেজে র খণ্ড কালীন প্রভাষক রাকিব হাসান বাপ্পির সাথে ইসলামী শরীয়ত মোতাবেক,হোয়ানক ইউনিয়নের পূইছড়া গ্রামের মোঃ ইসহাক এর মেয়ে আফরোজার বিয়ে হয়।
এইটি উভয়ের তৃতীয় ও চতুর্থ বিয়ে।
বিগত সময়ে তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত গড়ায়।
অবশেষে গত কিছুদিন পূর্বে মামলায় আপোষ মিমাংসা হলে স্বামী বাপ্পি স্ত্রী আফরোজাকে তার বাড়িতে নিয়ে যায়।
গত ১২ অক্টোবর স্ত্রী আফরোজা নিখোঁজ হয় বলে শাশুড়ি রোকেয়া হাসান আফরোজার বাবার বাড়িতে খবর দেয়।
সেই থেকে আফরোজা নিখোঁজ ছিল।
অপরদিকে স্বামী রাকিব হাসান বাপ্পী ও পলাতক হয়ে যায়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই জানিয়েছেন,স্বামী রাকিব হাসান বাপ্পির বাড়ির আঙ্গিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থা থেকে আফরোজার লাশ উদ্ধার করা হয়েছে।