ঢাকারবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা-চরফ্যাশন বাজারে ভয়াবহ অাগুন! ৭ দোকান পুড়ে ১কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিজস্ব সংবাদ
অক্টোবর ২০, ২০২০ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলা-চরফ্যাশন বাজারের সদর রোড পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ভয়াবহ আগুন লেগে বিভিন্ন প্রকারের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ প্রাথমিকভাবে ধারনা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১কোটি টাকা৷

মঙ্গলবার (২০অক্টোবর) সকাল সাড়ে ৭টার সময় আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্না করার চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে একাধিক সূত্র নিশ্চিত হয়েছেন৷ আগুন লাগার পর চরফ্যাশন ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন৷

সরেজমিনে দেখা যায় ভয়াবহ আগুনে আল আমিন হোটেল এন্ড রেষ্টুরেন্ট, বরকত স্টোর, সৌদিয়া গ্লাস হাউজ, মিতালি বেকারী এন্ড ফাস্টফুট, মা টেলিকম, ঝমঝম হোটেল এবং খালেক মিয়ার চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে৷ দোকান মালিকদের তথ্য মতে উক্ত ৭দোকানে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷

সৌদিয়া গ্লাস হাউসের মালিক আলহাজ্ব লিটন জানান, এই নিয়ে তিনবার আমার প্রতিষ্ঠান আগুনে পুড়েছে৷ যা কিছু ছিল আমার সব শেষ হয়ে গেছে৷ এবারের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় দোকান চালু করা আমার জন্য অসাধ্য হয়ে পড়বে৷

চরফ্যাশন বাজারে আগুন লাগার খবর শুনে পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনা স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সহযোগিতার আশ্বাস দেন৷

সচেতন মহল বলেন, আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর রান্নার ঘর থেকে অসচেতনতার কারণে আগুনের সূত্রপাত হয়েছে৷ তাই বাজারের মধ্য থেকে সকল প্রকার রান্নাঘর অন্যত্র সরিয়ে নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।