ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সাধারণ শিক্ষার্থীরা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে আশিকুর রহমান, আলিফ হাসান অমিয়, আবরিন সাদ, ফজলে নাহিদ অনন, গোলাম রাতুল, শেখ সাইম বক্তব্য রাখেন।
মানববন্ধনে আসা শিক্ষার্থীরা ফ্রান্সের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় বক্তারা ফ্রান্স সরকারের সহযোগিতায় বাক স্বাধীনতার নামে বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদকে (সা:) নিয়ে কার্টুন প্রচার করায় ফ্রান্সকে বয়কটসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।