-মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ কহিনূর ইসলাম সানির পৈতৃক ভিটা সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের ফাঁকা বাড়িতে গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে তাদের পরিবারের সাময়িক অনুপস্থিতেতে এ চুরির ঘটনা ঘটে বলে কহিনূর ইসলাম সানি নিশ্চিত করেন।তিনি বলেন, আলমারি ভেঙ্গে তার স্ত্রীর ১০-১২ ভরি স্বর্ণালংকার ও বাবা দলিল লেখক হাজি আব্দুস সামাদের আলমারিতে রাখা নগদ ২ লাখ টাকা, সিলিং ফ্যান, জামা-কাপড় ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ করবেন বলেও তিনি জানান।এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) আবুল কালাম বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।উল্লেখ্য, ওই বাড়িতে ইতিপূর্বে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।