করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৪৯৮ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।
বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার (২০ জুলাই) করোনায় মৃতের সংখ্যা ছিল ২০০ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১১ হাজার ৫৭৯ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।