রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়ছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীর ১০ জন, নাটোর জেলার ছয়জন, পাবনা জেলার চারজন এবং নওগাঁর দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর চারজন, পাবনার দুজন এবং নাটোরের একজন করে মোট সাতজনের করোনা পজিটিভ ছিল। অন্যদের উপসর্গ ছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।