কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ-পটুয়াখালী কলাপাড়ায় বুধবার করোনায় আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সী রহিমা বেগম মারা গেছেন। তার বাড়ি লতাচাপলী ইউনিয়নের মম্বীপাড়ায়। এছাড়া একই দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন। মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ২৪ জনের এর মধ্যে ১৭ জন করোনা শনাক্ত হয়েছে। করোনার সংক্রমন বাড়লেও মানুষের টীকা গ্রহনের আগ্রহ বাড়ছে। বুধবার একদিনে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টীকা গ্রহন করেছেন ২৬২ জন। এনিয়ে এখানকার আড়াই হাজার মানুষ দ্বিতীয় পর্যায়ে প্রথম ডোজ গ্রহণ করেছেন। বর্তমানে কলাপাড়া হাসপাতালে করোনায় আক্রান্ত সাত জন চিকিৎসাধীন রয়েছেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার আরও জানান মানুষের টীকা ক্রমশ আগ্রহ বাড়ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।