কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২২) এর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করায় মামলা দায়ের করছেন। রাকিবুল এর মা মোসাঃ রাহিমা বেগম বাদী হয়ে গতকাল রাতে ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন কলাপাড়া থানায়। কলাপাড়া থানার পুলিশ মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর আসাদুর রহমান এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মোঃ খলিল,পিতা ইব্রাহীম, মোঃ নোমান, পিতা আবুল কাশেম, মোঃ নয়ন বয়াতী,পিতা কালাম বয়াতী। তাদের তিন জনকে গ্রেফতার করেন। এ বিষয়ে (ওসি) তদন্ত আসাদুর রহমান জানান, গতকাল তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকি আসামিদের গ্রেফতারের যোর চেষ্টা চালাচ্ছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।