মোঃ- আরিফুর রহমান অরি,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে দুই জন মারা গেছেন।
একই সময়ে ৪৫৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ।
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, নতুন শনাক্তের ১৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬০ জন, সিংগাইরে ৫৪ জন, হরিরামপুরে ২০ জন, ঘিওরে ১৮ জন, দৌলতপুরে ১৮ জন, শিবালয়ে ১৬ জন ও সাটুরিয়া উপজেলার ১০ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ৩১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষায় চার হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪১ জন ও এ পর্যন্ত করোনায় মারা গেছে ৭৫ জন।
অপরদিকে, গত সাত দিনে জেলায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৫ জনের। গত ২৩ জুলাই শনাক্ত হয়েছেন ৩৫ জন, ২৪ জুলাই শনাক্ত হয়েছেন ১০৮ জন, ২৫ জুলাই শনাক্ত হয়েছেন ১৬৯ জন, ২৬ জুলাই শনাক্ত হয়েছেন ১৭০ জন, ২৭ জুলাই শনাক্ত হয়েছেন ১৯২ জন এবং ২৮ জুলাই শনাক্ত হয়েছেন ২০৩ জন।