পটুয়াখালীর কলাপাড়ায় ওয়াশ উদ্যোক্তাদের নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। কলাপাড়া পৌরসভা এলাকার পানি,পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি সহ ওয়াশ উদ্যোক্তাদের নিয়ে এ টেকনিক্যাল প্রশিক্ষণ শুরু হয়। মঙ্গলবার সকালে কলাপাড়া পৌরসভার হল রুমে ১৫ জন উদ্যোক্তাদের নিয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি/আশা) নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রকল্পের আওতায় কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ওয়াশ বিষয়ে টেকশই উন্নয়নের জন্য কাজ করছে।
প্রথমদিন তত্ত্বীয় বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. আ. কুদ্দুস সরকার। প্রশিক্ষন উদ্ভোদন করেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রব লাল দত্ত বনিক, আশা’র শাখা ব্যবস্থাপক মো. ফারুক হোসেন সহ অন্যান্যরা।