মোঃ রাইসুল ইসলাম রিপন, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে সাম্প্রতিক স্বামী হারানো তিন সন্তানের জননী নিঃস্ব এক নারীকে ফেসবুক থেকে সংগৃতিহ অর্থে গরু, ছাগল, সেলাই মেশিন সহ নিত্যপ্রয়োজনীয় পন্য ও নগদ টাকা প্রদান করা হয়েছে।
বুধবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার চালা গ্রামে গিয়ে ওই নারীর হাতে গরু, ছাগল, সেলাই মেশিন, নিত্যপ্রয়োজনীয় পন্য ও নগদ টাকা তুলে দেন ফেসবুক আইকন মামুন বিশ্বাস।
মানবতাবাদী মামুন বিশ্বাস জানান, গত ২১ দিন মারা যান ওই নারীর স্বামী তিন সন্তানের জনক ভ্যানচালক আল আমিন। স্বামী এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়ে নিয়ে কষ্টে দিনাতিপাত করছে ওই নারী। এমন খবর পেয়ে ওই নারীর বাড়ীতে পোঁছে তার দুর্দশার ছবি তুলে ফেসবুকে পোস্ট করা হয়। পরে ফেসবুক থেকে ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা সংগৃহিত হয়। ফেসবুক থেকে সংগৃহিত অর্থে ৯৮ হাজার টাকা দিয়ে গরু, ছাগল, সেলাই মেশিন সহ নিত্যপ্রয়োজনীয় পন্য ও অবশিষ্ট নগদ ১৪ হাজার ৫০০ টাকা ওই নারীর হাতে তুলে দেয়া হয়।