যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার আসন্ন ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ নং ওর্য়াড নির্বাচনকে কেন্দ্র করে মোছা: হাছিনা খাতুন অরফে আঞ্জু নির্বাচনী “বই” প্রতীকের সর্মথকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দিয়ার পাচিঁল বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায়, অভিযুক্ত মো: হেলাল (৫০) পিতা মৃত সুরুজ্জামান, মো: সুলতান মাহমুদ (৪৫) পিতা মৃত ময়না, মো: সাইফুল ইসলাম (৪৮) পিতা মো: আজিজুল শেখ, মো: অন্তর (২০) পিতা মো: হেলাল শেখ সহ আরো ৫/৬ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানাযায় অভিযুক্ত সবাই কহিনুর পারভীন (কিমু) কলম প্রতীকের সমর্থক।
সিরাজগঞ্জ সদর থানার অভিযোগ সুত্রে জানাযায়, ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পদপ্রার্থী মোছা: হাছিনা খাতুন অরফে আঞ্জু নির্বাচনী প্রতীক “বই” এর নির্বাচনী প্রচারনা কালে সিরাজগঞ্জ থানাধীন দিয়ার পাঁচিল বাজারের দক্ষিনে পাকা রাস্তার উপর উপরোক্ত আসামী ও অজ্ঞাতনামা আসামীদের হাতে রামদা, ছুরি, লোহার রড, লাঠি, কাঠের বাটাম ইত্যাদি মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবদ্ধে মোছা: হাসিনা খাতুন অরফে আঞ্জু নির্বাচনী প্রতীক “বই” এর স্বামী মো: আবুল কাসেমকে আক্রমন করে। এসময় ২নং আসামী তাহার হাতে থাকা ধারালো চাকু দ্বারা মুখে স্বজোরে আঘাত করায় ঠোটে রক্তাক্ত জখম হয়। এছাড়াও ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পদপ্রার্থী মোছা: হাছিনা খাতুন অরফে আঞ্জু নির্বাচনী “বই” প্রতীকের সর্মথকদের প্রান নাশের হুমকি দিয়ে আসছে।
এব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো