চৌহালী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চৌহালী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মুনন্সি আব্দুল লতিফ এর সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্বিতীয় অধিবেশনের জন্য নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আগামী তিন বছর মেয়াদে চৌহালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি পদে আমাদের নতুন সময় পত্রিকার চৌহালী প্রতিনিধি মোঃ রাশিদুল হাসান (জুয়েল সরকার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগের কথা চৌহালী প্রতিনিধি ও মাই টিভির বেলকুচি-চেীহালী প্রতিনিধি আব্দুল লতিফ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফরহাদ হোসেন, দপ্তর মোঃ রমজান প্রামানিক এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।