ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উদ্যোগে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মঙ্গলবার (৩০ নভেম্বর) বাদ যহর সিরাজগঞ্জ পৌর এলাকার বিএনপি অফিস সংলগ্ন পাঁচরাস্তা জামে মসজিদে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পরিচালনা করেন, পাঁচ রাস্তা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তাফা জামান ও ক্লিন সিরাজগঞ্জ গ্রিন সিরাজগঞ্জে প্রতিষ্ঠাতা আশিক আহমেদ। জেলা বিএনপি সহ-সভাপতি খ. ম রকিবুল হাসান রতন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর-রশিদ খান হাসান, যুগ্ন সাধারন সম্পাদক মিলন ইসলাম খান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন।