তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর আগে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ গেট, তাড়াশ ফাজিল মাদ্রাসা গেট ও জে আই টেকনিক্যাল কলেজের সামনে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের অন্যতম নেতা মোঃ সাকলায়েন হুসাইন সাগর। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আনন্দ কুমার ঘোষ, রাসেল হাসান, মোঃ আসলাম হোসেন, সাগর কুমার দাস, আবু সায়েম, গোলাপ হোসেন, সৌরভ কুমার ঘোষ প্রমুখ। তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের অন্যতম নেতা সাকলায়েন হুসাইন সাগর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, সফল প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ সব সময় ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। ছাত্র-ছাত্রীরা যাতে স্বাস্থ্য বিধি মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষা দিতে পারে সে জন্য সকল সহযোগিতা তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ করবে।