সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারোটিয়া মধ্যে পাড়া গ্রামে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে বসতবাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ওই পরিবারের ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। গত ২৮ নভেম্বর রবিবার সোয়া ৩ টায় শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারোটিয়া মধ্যে পাড়া গ্রামের রাশেদুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, রবিবার দুপুরে রাশেদুলের বাড়িতে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। তারা মনে করেন বাড়ির রান্না ঘর থেকে ধোঁয়া উড়ছে। পরে তারা দেখেন আসবাবপত্র সহ ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগীর স্ত্রী জানান, আমি গোবর শুকাতে পাশ্বের বাড়ির জমিতে গিয়েছিলাম আশে পাশের মানুষের চিৎকারে দৌড়া দোড়ি দেখে ছুটে এসে দেখি আমার ঘরে আগুন ধরেছে। আমার স্বামী এসএসএফ এনজিও থেকে ঋণ নিয়ে একটি থাকার ঘর নির্মাণ করেছিলেন। সে ঋণ এখনো পর্যন্ত পরিশোধ করতে পারেননি। এর মধ্যে মাথা গোজার শেষ সম্বলটি পুরে ছাই হয়ে গেলো। তাই জেলা প্রশাসন মহোদয়ের সদয় সহযোগীতা কামনা করেন ভুক্তভোগী পরিবারটির সদস্যরা।