যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা সহ ৮ টি জেলার ইসলামিক জোড়কে কেন্দ্র করে মানাফ স্মৃতি সংসদের ৩ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে (০৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ শহরের ৩ নং ক্রসবার এলাকায় মানাফ স্মৃতি সংসদের আয়োজনে ও নিউ লাইফ ডায়াগনস্টিক এন্ড এ্যাজমা কেয়ার সেন্টারের সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পাওয়ার ষ্টেশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: গোলাম কিবরিয়া, এমবিবিএস (রাজ) সিএমইউ (ঢাকা), ও সহকারী বিশেষজ্ঞ ডাক্তারগন।
আরো উপস্থিত ছিলেন, মানাপ স্মৃতি সংসদের সংগঠনের স্বেচ্ছাসেবী শাহীন মাহমুদ, পিয়াস হোসাইন, ফারদিন আহম্মেদ রানা, আব্দুর রহিম, জীবন হোসেন, ইমরান নাজির, রাশেদুল ইসলাম মালেক, সুমন ইসলাম, শোভন, আব্দুল আলিম প্রমুখ।
প্রত্যেক দিন এক মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী ডাক্তার এই ক্যাম্পে উপস্থিত থেকে ইসলামিক জোড়ে আসা ধর্মপ্রাণ মুসুল্লিদের বিভিন্ন রকমের চিকিৎসা সেবা সহ ওষুধ প্রদান করে যাবে।
ইসলামিক জোড়ে রাজশাহী বিভাগের ০৮টি জেলা হল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ। নস৩ ডিসেম্বর শুক্রবার ফজর নামাজ থেকে শুরু হওয়া এই ইসলামিক জোড় চলবে আগামী ৫ ডিসেম্বর জোহরের নামাজ পর্যন্ত।