যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৩০তম আন্তর্জাতিক এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা, অনুদানের চেক ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর সিরাজগঞ্জ ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ণ প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশ গ্রহণ” এবারের এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
সমাজ সেবা অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ মতিয়ার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রাম পদ রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ ফাতেমা। এছাড়া বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, ওয়াক ফর লাইফ এর ক্লিনিক ম্যানেজার মাহমুদা সুলতানা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ লিয়াকত আলী খান, পিডাব্লিউডি‘র নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, স্পন্দন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আল আমিন প্রমূখ।
এসময় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর শিক্ষা ও প্রতিবন্ধীতা বিষয়ক সহকারী ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এমডিও) এর নির্বাহী পরিচালক মোঃ মাসউদ আহমেদ রোকনী, মডেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) এর নির্বাহী পরিচালক মোঃ আসলাম সেখ, আরডিও এর নির্বাহী পরিচালক মোছাঃ রেহানাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিবন্ধী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১০জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকার অনুদানের চেক ও জেলা প্রশাসকের নিজ অর্থায়নে ৭টি ও এনজিও এর পক্ষ থেকে ৭টি হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা প্রকল্পের কোর্স কো-অর্ডিনেটর মোঃ শাহিন বাদশা।
ক্যাপশনঃ শুক্রবার আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।