পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রার্থী হলেন তৃতীয় লীঙ্গের রনি নামের একজন।
উপজেলার সগুনা ইউনিয়নের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডেও সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে এবছর ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন ধামাইচ গ্রামের রনি আহমেদ নামের তৃতীয় লীঙ্গের ব্যাক্তি। এতে ভোটারদের মাঝে নতুন উৎসাহ দেখা যাচ্ছে।
ইউপি সদস্য পদে প্রার্থী রনি জানান, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার নিকটে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সগুনা ইউনিয়নের ৬,৭ ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।