চৌহালী প্রতিনিধি : চৌহালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চৌহালী সরকারি কলেজ চত্বরে মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
এরআগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী আবদুল আলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর মোহাম্মদ সঞ্জু চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার।
এসময় চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার ও প্রাক্তন অধ্যক্ষ সাহাবুদ্দিন মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।