ঢাকারবিবার , ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সকল নেশার শুরু ও গুরু

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২১ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো: শহিদুল্লাহ বুলবুল: মদ-গাজাঁ-হিরোইন-ইয়াবা সহ যত নেশা জাতীয় পণ্য আছে তাদের শুরু কি কেউ জানেন?  সিগারেট-সিগারেট-বিড়ি তথা তামাক। তামাক পণ্যই সকল নেশার শুরু ও গুরু। অনেকেই বলবেন এ কি কথা বলছেন? উত্তরে বলবো ঠিক তাই। মদ-ইয়াবা-হিরোইন এগুলি কেউ শুরু করে না- শুরু মানে হাতে ঘরি হয় সিগারেট এর মাধ্যমে। সিগারেট এর মূল কি সবাই জানেন তামাক। তামাকের খারাপ দিক কি আমরা সবাই কম-বেশি জানি। সরকারও তামাক নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আইনটি যথেষ্ট শক্ত না হওয়ায় সুফল তেমন পাওয়া যাচ্ছে না বিধায় এই আইনের সংশোধন করে মহান সংসদ এ উপস্থাপন করার দাবী জানিয়ে আসছে অনেকদিন যাবত বাংলাদেশ পালামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড  ওয়েলবিং।

দৈনিক যুগের কথার মাধ্যমে জানতে পারলাম ঐ সংগঠন গত ৬ ডিসেম্বর ঢাকায় এক সেমিনারে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে সংসদ এ উপস্থাপন করার দাবী করেছেন। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সহ অনেক জাতীয় সংসদসদস্য উপস্থিত ছিলেন। খুবই আনন্দ এর সংবাদ এই যে, এই সংগঠন এর সভাপতি হচ্ছেন আমাদের সিরাজগঞ্জ সদরও কামারখন্দ আসনের জাতীয় সংসদ-সদস্য অধ্যাপক ডা. মো: হাবিবে মিল্লাত মুন্না। ৭ দফা ওনারা পেশ করেছেন। ঐ ৭ দফা এখনকার সময়ের জন্য উপযোগী। উল্লেখযোগ্য দাবীর ভিতর আছে পাবলিক প্লেস সহ নিধারিত সিগারেট এর স্থান বিলুপ্ত করা, বিক্রয় স্হলে তামাকজাত পণ্য দেখানো বন্ধ করা, তামাকজাত মোড়কে ৯০% এর বেশি জায়গায় সতকতা দেখানো, ই- সিগারেট সহ সকল ধরণের হিটেন্ড তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করা- তামাক পণ্যকে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকা হতে বাদ দেয়া ইত্যাদি। আশার কথা উক্ত সেমিনার এ অনেক আশার কথা আমরা জানতে পেরেছি। আসুন আমরা সিগারেট-বিড়ি সহ সকল তামাকজাত পণ্য হতে বিরত থাকি এবং তামাক মূক্ত দেশ- জাতি গড়ে তুলি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।