রায়গঞ্জ প্রতিনিধি : রায়গঞ্জে উপজেলা সদর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রানালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু।
শনিবার বেলা ১ টায় প্রতিবন্ধী স্কুলে একটি স্কুল ভ্যান বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রানালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিন সুলতানা, পানি সম্পদ মন্ত্রানালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপুর সহর্ধমীনী মিসেস তৌফিকা আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান সহ অন্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।