যুগের কথা প্রতিবেদক: রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই ” জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় নাগরিক সংলাপ এ স্লোগান কে সামনে রেখে সুজন- সুশাসনের জন্য নাগরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) বিকালে নিউজ হোম অফিসে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি ও সুজন – সুশাসনের কমিটির সাধারন সম্পাদক হেলাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ১ নুরুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিভাগীয় সুজনের সমন্বয়ক মো: মিজানুর রহমান, প্রমূখ।
এ সময়ে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ইসমাঈল হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের যুগ্ম -সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশের আলো সিরাজগঞ্জ প্রতিনিধি মাকসুদা খাতুন।