কাজিপুর প্রতিনিধি : কাজিপুরে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশকে উন্নয়নের স্বপ্নিল পথে নিয়ে যাবার এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এ দিবস উপলক্ষে সকালে এক র্যালি অনুষ্ঠিত হয়।
এরপর কাজিপুর উপজেলা প্রশাসন ও সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সেমিনারে ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোকপাত করেন সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক জামিল হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, সাংবাদিক আব্দুল জলিল প্রমুখ। এরপর ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ বিষয়ে উপস্থিত বর্ক্তৃতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এতে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, নৌকার চেয়ারম্যানপ্রার্থী কামরুজ্জামান বিপ্লব, জহুরুল ইসলাম।
এরপর দুপুরে উপজেলার স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। অতিথি বৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী করেন।