যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জ শহরের প্রানকেন্দ্রে অবস্থিত সবুজ কানন স্কুল এন্ড কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে প্রভাতি শাখার সহকারী প্রধান মোঃ মাসুদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম।
আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক এস এম এনামুল কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাঙালি জাতি প্রানপ্রনে যুদ্ধ শুরু করে এবং এ দেশের বুদ্ধিজীবী গন নানাভাবে দেশে ও বিদেশে মুক্তি যুদ্ধের পক্ষে প্রচারণা চালিয়ে বিজয় চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখনই পাক হানাদার শাসকেরা বাঙালি জাতির মুক্তি কে ব্যহত করতে ১৪ ডিসেম্বর বেছে বেছে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে।কিন্তু শেষ পর্যন্ত তাদের চেষ্টা বিফলে যায়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি প্রানপ্রনে যুদ্ধ করে বিজয় নিশ্চিত করে। তাই তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত সকল শহীদ বুদ্ধিজীবীদের আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় সিনিয়র সহকারী শিক্ষক সাদেক রেজা, টি এম লৌহে মাহফুজ, শিরীন খাতুন, আবদুল লতিফ, জয়নাল আবেদীন, সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরিচালনা করেন সিনিয়র সহকারী শরীরচর্চা শিক্ষক নুরে আলম হীরা।