কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
কাজিপুর স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বীরমুক্তি যোদ্ধাগন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দসরকার সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আ.লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,, শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া, উন্নতমানের খাবার পরিবেশন,বিকেলে ক্রীড়ানুষ্ঠান, সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠান এবং সবশেষ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির ইতি টানা হয়। এ বছর মাধ্যমিক স্কুল পর্যায়ে কুচকাওয়াজ এ প্রথম স্থান দখল করে মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়,কলেজ পর্যায়ে প্রথম স্থান দখল করে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ।