যুগের কথা প্রতিবেদক : মহান বিজয় দিবস পালনে পৌরসভার রতনগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সোবাহান রতন স্মৃতি সংসদ আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা সাবেক ছাত্রনেতা মো. মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব রতনগঞ্জ জামে মসজিদের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। দোয়া শেষে রতনগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য গাজী হাসান খসরু খান। প্রধান অতিথি বলেন- জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সোচ্চার আন্দোলনের ডাক দিয়ে এ দেশ স্বাধীন করেছিলেন।
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে বাংলার দামাল ছেলেরা ঝাঁপিয়ে পরেছিল পাকহানাদারের বিরুদ্ধে। তিনি আরো বলেন-লাখো শহীদের পাশাপাশি রতনগঞ্জের বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সোবাহান একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করতে প্রাণ দিয়েছেন। এটাই আমাদের গর্ব। শহীদ আব্দুস সোবাহান রতন এর পরিবার সরকারি সহযোগিতা না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজী মো. লিয়াকত আলী খান. সাবেক ছাত্রনেতা মাসুদ তালুকদার, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. এব্রাহিম আলী খান, সদস্য তোফায়েল আহমেদ স্বপন. শহীদ আব্দুস সোবাহান পরিবারের নারী সদস্যা রোজিনা খাতুন, আমিনা খাতুন ও জহুরা বেগমসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল নবী।