বাগবাটী ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত আমজাদ সভাপতি, ইউসুব সম্পাদক ও রায়েল সাংগঠনিক
যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলী হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাগবাটী ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিমের সুযোগ্য পুত্র স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি আলহাজ আবু ইউসুব সুর্য্য, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সাত্তার শিকদার, যুগ্ন আহবায়ক আলহাজ মিজানুর রহমান দুদু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ।
সম্মেলনে মো. আমজাদ হোসেনকে সভাপতি, মো. ইউসুব আলীকে সাধারন সম্পাদক ও মো. রায়েল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নব নির্বাচিত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। সম্মেলনে বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।