ঢাকাসোমবার , ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জে র‌্যাব-১২’র পৃথক পৃথক অভিযানে সদর এবং শাহজাদপুর উপজেলায় ৫০৯ পিচ ইয়াবাসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

গত (১৭ডিসেম্বর) শুক্রবার মধ্যে রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর দ্বাড়িয়াপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে চারশত পিচ ইয়াবাসহ দুই জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, শাহজাদপুর উপজেলার দ্বাড়িয়াপুর মধ্যেপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান বিশ্বাস এর ছেলে মোঃ সবুজ বিশ্বাস(৪২) এবং দ্বাড়িয়াপুর চৌধুরীপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (৪০)। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং নগদ ২৫,৬৫০/-টাকা জব্দ করা হয়েছে।

একই দিনে বিকেল সন্ধা ৭টায় সিরাজগঞ্জ সদর থানাধীন জানপুরে অভিযান চালিয়ে ৫৯ (উনষাট) পিচ ইয়াবা ট্যাবলেটসহ জানপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মোঃ রিফাত আহম্মেদ রজেন(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।

বিকেলে বগুড়া বাস টার্মিনালের সামনে তানিয়া হোটেলে অভিযান চালিয়ে পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পৌর এলাকা মিরপুর গ্রামের -মোঃ আসলামের ছেলে মোঃ হাফিজুল(২৪)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে স্ব-স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।