যুগের কথা প্রতিবেদক : কামারখন্দে ছিনতাই হওয়া সিএনজিসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ ডিসেম্বর থেকে সোমবার (২১ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন সময় উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়ার উপজেলার গয়হাট্টা এলাকার নুর ইসলামের ছেলে আলমাহমুদ (২৫), আব্দুস সাত্তারের ছেলে হান্নান (৩০), চন্দ্রগাঁতী এলাকার মৃত ভিখু প্রামাণিকের ছেলে গোলাম মাওলা (৩৮), আল মাহমুদ মীরের ছেলে আনোয়ার হোসেন (৩৬), কামারখন্দ উপজেলার বাগবাড়ী এলাকার সাত্তার আলীর ছেলে আইয়ুব আলী (৩২) এবং মহর আলীর ছেলে বরকত (৩৯)।
ওসি মো. হাবিবুল্লাহ জানান, গত ৭ ডিসেম্বর রাতে কামারখন্দ উপজেলার পাইকোশা এলাকায় চালকসহ ৩ জনকে দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে ও বেঁধে রেখে সিএনজি চালিত অটোরিক্সা, দুটি মোবাইল এবং নগদ টাকা লুট করে নিয়ে যান ছিনতাইকারীরা। এ ব্যাপারে ভুক্তভোগী ওই অটোরিক্সা চালক ৯ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। পরে ডাকাত দলের এক সদস্য ভুক্তভোগী চালককের বাবার মুঠোফোনে ৮০ হাজার টাকা দাবি করে। পরে ফোন করে টাকা দাবি করা নাম্বার তথ্যপ্রযুক্তির মাধ্যমে একে একে ৬ জনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এদের মধ্যে আল মাহমুদ, মাওলা ও আনোয়ার ডাকাতির ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। অন্য তিন আসামি হান্নান, আইয়ুব ও বরকতের ব্যাপারে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।