যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপি ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ভিক্টোরিয়া হাই স্কুল প্রাথম স্থান অর্জন করেছে। ২০ও ২১ ডিসেম্বর দু’দিনব্যাপি বিজ্ঞান মেলা শহরের ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে মেলা শুরু হয়। দু’দিনব্যাপি বিজ্ঞান মেলা ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকালে দু’দিনব্যাপি বিজ্ঞান মেলায় বিচারকরা স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীরা উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক আবিষ্কৃত জিনিসগুলোর দেখে ভিক্টোরিয়া হাইস্কুল কে বিজয়ী ঘোষনা করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সিরাজগঞ্জ সদর মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম প্রমুখ।
উক্ত বিজ্ঞান মেলা সদর উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভোবনী প্রজেক্টর প্রদর্শন করে। সিরাজগঞ্জ সদরের প্রতিষ্ঠিত মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে-রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রী কলেজ, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়, সালেহা ইসহাক সরঃ বাঃ উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া হাইস্কুল, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়, এসবি, রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ সহ মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।