ঢাকাসোমবার , ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে তীব্র ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে জেঁকে বসেছে শীত। দুই দিন ধরে এখানে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করছে ঘন কুয়াশা। সঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস। দিনদিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বিরামপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বিরামপুরে ১০/১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠানামা করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মেলায় কিছুটা হলেও স্বস্তি নেমে আসে জনজীবনে।
প্রচণ্ড ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ শিশু, বৃদ্ধ। ঠান্ডাজনিত কারনে সর্দি কাশিসহ বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তীব্র শীতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা শীতবস্ত্রের অভাবে চরম দূর্ভোগে পড়েছে। ছিন্নমূল মানুষের শীত মানেই মহাপ্রলয়। শীত মানেই উষ্ণতার খোঁজে খড়কুটো জ্বালিয়ে গায়ে প্রশান্তি লাভ। শীত তাদের জীবনে দুর্বিষহ করে তোলে। তারা সামান্য কাঁথা দিয়ে শীত নিবারণের চেষ্টা করে। কিন্তু হাড় কাঁপানো শীত নিবারণের জন্য তাদের কাঁথাও জোটে না। এ বিষয়ে বিরামপুর উপজেলার নিবার্হী অফিসারের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি জানান, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শীতবস্ত্র দেওয়া হয়েছে। এদিকে নিম্নআয়ের মানুষ ভিড় করছে ফুটপাতের পুরাতন কাপড়ের দোকানগুলোতে। শীতে বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষেরা। ঢাকাগামী সব গণপরিবহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে৷ এদিকে দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামীতে আরো বেশি শীত অনুভূত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।