কাজিপুর প্রতিনিধি : “স্মার্টফোনে আসক্তিঃ পড়াশোনায় ক্ষতি” এই শ্লোগান কে সামনে রেখে কাজিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
২৭ ই ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে উপজেলা পরিষদ আদর্শ একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার ভারচুয়ালী উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম।
আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা একাডেমি সুপার ভাইজার আতিকুর রহমান, সমাজ সেবা অফিসার আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পি আই ও এ কে এম শাহা আলম মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।৪৩ তম এ মেলায় অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান । এমেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।পরে অতিথি বৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।