তাড়াশ প্রতিনিধি : বিশিষ্ট কবি, ছড়াকার ও আবৃত্তিকার মনিরুন নাহার রচিত ফোকলা দাঁতের হাসি বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক এম রহমত উল্লাহ।
রবিবার তাড়াশ পাবলিক লাইব্রেরীর হলরুমে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা পারভীন লাভলী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিশিষ্ট সাংবাদিক মেহেরুল ইসলাম বাদল, এম মামুন হুসাইন, এম আতিকুল ইসলাম বুলবুল, সনাতন দাশ, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তাপস, প্রভাষক ফজলুর রহমান, সফিউল হক বাবলু, প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বেনু, আইটিসি বিশেষজ্ঞ মোশাররফ হোসেন মল্লিক, আব্দুল হান্নান নিপু, প্রভাষক মাহমুদা মোস্তারিন পারুল, নাজমুন নাহার নাজু, জাহানারা চৌধুরী লিপি, শিক্ষক ওমর ফারুক, সাংবাদিক হাদিউল হৃদয় প্রমূখ। পরে কবি ছড়াকার মনিরুন নাহার তার রচিত ফোকলা দাঁতের হাসি বইটির মোড়ক উন্মোচন করা হয়।