যুগের কথা প্রতিবেদক : গতকাল সোমবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়। শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।
জেলা শাখার সভাপতি আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন ,জেলা শাখার সাধারন সম্পাদক জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সহ সাধারন সম্পাদক রফিকুল হক, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম, রহমতগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুল ইসলাম,হৈমবালা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা, কাজীপুর চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ,রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। এসময় কোভিড ১৯ এবং বিভিন্ন দূর্ঘটনায় নিহত শিক্ষকগনসহ সকলের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তাগন বলেন বর্তমানে শিক্ষকদের একটাই দাবী শিক্ষা জাতীয় করণ। শিক্ষা জাতীয় করনের এই দাবী বাস্তবায়নে শিক্ষকদেরকে ঐকবদ্ধ হতে হবে। এর জন্য সকল উপজেলা কমিটি ও জেলা কমিটি গঠন /পূনর্গঠন করে সারা দেশে আন্দোলন গড়ে তুলতে হবে। তৃনমূল থেকে শুরু করে সর্বস্তরে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে শিক্ষকদরে জাতীয় করনের ন্যায্য দাবী আদায় করতে হবে।
নিন্দা জ্ঞাপন : সভায় বক্তাগণ বলেন, সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম খানের সংগে অসৌজন্য মূলক আচরণ করেছেন। এডহক কমিটির সভায় ভোটার তালিকা চূড়ান্ত করাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক মোনায়েম খানসহ অন্য সদস্যদেরকে তার কক্ষ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন।এ ঘটনায় মোনায়েম খান ইতিমধ্যেই রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট বিচার দাবী করেছেন। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের এহেন অসৌজন্য মূলক আচরনের তীব্র নিন্দা জ্ঞাপন করে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসনের নিকট জোরদাবী জানান।