যুগের কথা প্রতিবেদক : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিরাজগঞ্জ এর উদ্যোগে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বিসিক জেলা কার্যালয়ে ৫ দিন ব্যাপী এই শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিসিক ট্রেনিং ইনস্টিটিউট ( স্কিটি ) ভাইস – প্রিন্সিপাল প্রকৌঃ মােঃ আব্দুল খালেক। এতে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মােঃ সাজিদুল ইসলাম। এসময় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক সহ বিসিক কার্যালয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালন করেন সম্প্রসারণ কর্মকর্তা হিরন্ময় বর্ধন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ড ফারুক আহাম্মদ বলেন, এ প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করলে একজন উদ্যোক্তা খুব সহজেই তার ব্যবসায়িক সিদ্ধান্তগুলোর সঠিক বাস্তবায়ন করতে পারবে। তিনি আরও বলেন, লেখাপড়া শিখে একটি ভালো চাকুরি সবার আরাধ্য। সমস্যা হলো এতো কর্মসংস্থানতো নেই। তাই উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। যারা চাকুরির পেছনে না ঘুরে নিজেদের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিবে। প্রসঙ্গত, ৫দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত চলবে।