আদমদীঘি প্রতিনিধি: ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়
রবিবার সন্ধ্যার পর সান্তাহার স্টেশন প্লাটফর্ম এলাকায় অসহায়, দরিদ্র,ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় বলেন, প্রচন্ড শীতে গ্রামের অসহায় দুঃস্থ ব্যক্তি যারা গরম কাপড় কিনে পরতে পারছেনা। তাদের মাঝে কম্বল বিতরণ করা শুরু করেছি। প্রথম দিন সান্তাহার পৌর সভার কিছু কিছু জায়গায় কম্বল বিতরণ করেছি। পর্যায়েক্রমে অন্যান্য জায়গায় শীতার্ত, অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।