যুগের কথা প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ইসাবেলা ফাউন্ডেশন উদ্যোগে ২ দিনব্যাপী সিরাজগঞ্জ সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোস্তফা কামাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর নাট্যকার ও গবেষক ড. তানভীর আহমেদ সিদ্দীকী, নাট্যকার ও নিদের্শক মো : শাহীন রহমান, কবি আলমগীর নিশাত প্রমূখ।
উল্লেখ্য শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম- দুইদিনব্যাপী অন্ষ্ঠুান কর্মসূচীর মধ্যে ছিলো আলোচনাসভা, প্রবন্ধ, নৃত্য, সংগীত, আবৃত্তি, ছবি আঁকা, নাটক ও পুরস্কার বিতরন করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম প্রধান রংপুর বিভাগ ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদউদ্দিন পবলু সহ প্রায় ২ শতাধিক কবি, সাহিতিক, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিবিদেরা উপস্থিত ছিলেন।
এ সময় ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেন, সুষ্ঠ, সুন্দর সাংস্কৃতিক চর্চার ফলে আমরা গড়তে পারি আমাদের সোনার বাংলা। লেখাপড়া খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। ইসাবেলা ফাউন্ডেশন সব সময় এই ধরনের কবিতা আবৃত্তি, নাটক, গান, খেলাধুলা এগুলো আমরা প্রতি নিয়ত করে যাবো। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ।